শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

রাফার নাগরিকদের নিরাপদে সরে যেতে দেয়ার অঙ্গীকার নেতানিয়াহুর

 

রাফার নাগরিকদের নিরাপদে সরে যেতে দেয়ার অঙ্গীকার নেতানিয়াহুর




ওয়াশিংটন, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফার বেসামরিক নাগরিকদের  নিরাপদে সরে যেতে দেয়ার অঙ্গীকার করেছেন। একইসঙ্গে সেখানে তিনি বিপর্যয়ের আশংকা নাকচ করে দিয়েছেন।
রোববার প্রচারিত এক সাক্ষাতকারে নেতানিয়াহু বলেছেন, জনাকীর্ণ রাফা শহরে অভিযানের আগে ইসরাইলী সামরিক বাহিনী সেখানকার বোমরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পথ করে দেবে।
এবিসি নিউজকে তিনি আরো বলেছেন, জয় আমাদের নাগালের মধ্যে। আমরা এটা করতে যাচ্ছি। আমরা অবশিষ্ট হামাস সন্ত্রাসীদের পেতে যাচ্ছি। রাফা শেষ ঘাঁটি, আমরা সেখানে অভিযান চালাতে যাচ্ছি।
তিনি বলেছেন, এই অভিযানের সময়ে বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারে সে জন্যে আমার পথ করে দিচ্ছি। এ লক্ষ্যে আমরা ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছি।
তিনি আরো বলেছেন, রাফার উত্তরাঞ্চলকে পরিষ্কার করা হয়েছে। স্থানটিকে বেসামরিক নাগরিকরা নিরাপদ জোন হিসেবে ব্যবহার করতে পারবে।
এদিকে রাফায় ইসরাইল অভিযান প্রসঙ্গে হামাস হুঁশিয়ার করে বলেছে, এতে হাজার হাজার হতাহতের ঘটনা ঘটবে।
এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে সতর্ক করে বলা হচ্ছে, এ অভিযানের কারণে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে।
এদিকে ইসরাইলের মূল সমর্থক যুক্তরাষ্ট্র বলেছে, রাফায় স্থল অভিযান তারা সমর্থন করে না। যথাযথভাবে পরিকল্পনা না করা হলে এ ধরনের অভিযান বিপর্যয়ের ঝুঁকি তৈরি করবে।